রাস্তা দখল করে দোকান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১০:৪১ এএম, ২৭ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজারে চলাচলের রাস্তা দখল করে দোকান ও বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে ব্যবসা করছে একটি মহল। সবজির বাজার ও মাছের বাজারে দখলদারিত্বের কারণে চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছে। ফলে বাজার করতে আসা নারী কর্মজীবী, গৃহিণীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বাজারের ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলার কারণে মশা, মাছিসহ রোগের প্রাদুর্ভাব এবং দুর্গন্ধে অতিষ্ঠ ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদনও দিয়েছেন তারা।

শমসেরনগর সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মো. মুর্শেদুর রহমানসহ কয়েকজন অভিযোগকারী বলেন, ‘শমসেরনগর বাজারে এই ইউনিয়নের বাসিন্দা ছাড়াও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে কেনাকাটার জন্য প্রতিদিন অনেক নারী-পুরুষ আসেন। সবজি ও মাছের বাজারে চলাচলের রাস্তার ওপর দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি মহল। ময়লা-আবর্জনায় চরম দুর্গন্ধ ছড়াচ্ছে। রোগের প্রকোপ ও ভোগান্তির দেখা দিয়েছে। ফলে করোনাকালীন সময়েও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। নারী কর্মীদেরও গাঁ ঘেষাঘেষি করে চলাচল করতে হচ্ছে।’

অভিযোগের বিষয়ে রাস্তায় দোকান নিয়ে বসা ব্যবসায়ী রকিব মিয়া, সাজু মিয়া, আব্দুল মুকিদ জানান, বাজার ইজারাদারকে নিয়মিত টাকা দিয়ে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

শমসেরনগর বাজার ইজারাদার আশা মিয়া বলেন, ‘রাস্তায় ব্যবসাপ্রতিষ্ঠান যাতে না বসে সেজন্য আমরা তাদের বলেছি। তারপরও বিষয়টি নিয়ে কথা বলব।’

শমসেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমরাও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছি এবং শিগগিরই আমরা একটি সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত সরেজমিন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।