বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫


প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৩ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

বাগেরহাটের ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ডেমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল শেখকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে স্থানীয় যুবলীগ নেতা ফারুক ও সাবেক বিএনপি নেতা নুরু মোল্লা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ১১টার দিকে কালিয়া গ্রামের ফারুক শেখ ও নুরু মোল্লার লোকজন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময়ে উভয়পক্ষের ১৫/১৬ জন আহত হয়।

খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ডেমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল শেখকে আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয় তার লাইসেন্সকৃত বন্দুক ও গুলি।

তিনি আরো জানান, গুরুতর আহতদের মধ্যে ছয়জনকে খুলনায় প্রেরণ করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শওকত আলী বাবু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।