বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
বাগেরহাটের ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ডেমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল শেখকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে স্থানীয় যুবলীগ নেতা ফারুক ও সাবেক বিএনপি নেতা নুরু মোল্লা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ১১টার দিকে কালিয়া গ্রামের ফারুক শেখ ও নুরু মোল্লার লোকজন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময়ে উভয়পক্ষের ১৫/১৬ জন আহত হয়।
খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ডেমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল শেখকে আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয় তার লাইসেন্সকৃত বন্দুক ও গুলি।
তিনি আরো জানান, গুরুতর আহতদের মধ্যে ছয়জনকে খুলনায় প্রেরণ করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শওকত আলী বাবু/এআরএ/এমএস