অতিরিক্ত কাঠবোঝাই ট্রাকের কারণে ব্রিজ ভেঙে যোগাযোগ বন্ধ, আহত ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১২:২৪ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০

খাগড়াছড়ির দীঘিনালায় বেইলী ব্রিজ ভেঙে কাঠবোঝাই দুইটি ট্রাক মাহেন্দ্র খালে পড়ে গেছে। এতে দীঘিনালীর সাথে রাঙ্গামাটির লংগদুর যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালের দিকে দীঘিনালার বোয়ালখালি খালের উপর বেইলী ব্রিজ ভেঙে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আটজন আহত হয়। আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দীঘিনালা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, সকাল ৯টার দিকে ধারণক্ষমতার বেশি কাঠবোঝাই ট্রাক বেইলী ব্রিজে উঠলে পাটাতন ভেঙে নদীতে পড়ে যায়।

Khagrachori-(2).jpg

এতে দীঘিনালার সাথে মেরুং ও লংগদু উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে লংগদুর সাথে ঢাকা, চট্টগ্রাম ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রিজ ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ।

দীঘিনালা সড়ক ও জনপদ বিভীগের কার্যসহকারী বীরভদ্র চাকমা জানান, ব্রীজে পাঁচ টনের বেশি যান চলাচল নিষেধ। তারপরেও অতিরিক্ত কাঠবোঝাই দুইটি ট্রাক বেইলী ব্রিজে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। নতুন বিকল্প সেতু নির্মাণ করতে অন্তত এক মাস সময় লাগতে পারে বলেও জানান তিনি।

মুজিবুর রহমান ভুইয়া/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।