চাঁদাবাজির সময় হাতেনাতে ভুয়া এসআই গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০

মানিকগঞ্জের ঘিওরে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে রানা (২৫) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবক পাবনার বেড়া উপজেলার কৈতলা গ্রামের উজ্জল সেখের ছেলে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এসআই পরিচয় দিয়ে ঘিওর বাজারের একটি মিষ্টির দোকান থেকে ১৫০০ টাকা চাঁদা আদায় করেন রানা। এ সময় ঘটনাস্থলে সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা তার পরিচয় জানতে চান। তখন তিনি নিজেকে ঘিওর থানার এসআই বলে দাবি করেন এবং জানান তিনি তিন মাস ধরে থানায় যোগদান করেছেন।

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ (বিপ্লব) বলেন, ‘রানা নিজেকে ঘিওর থানার এসআই পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। বিষয়টি জানার পর তাকে ধরতে পুলিশের কয়েকজন সদস্য সাদা পোশাকে মাঠে নামানো হয়।’

এদিন ঘিওর বাজার থেকে আটকের পর রানাকে থানায় নিয়ে যায় পুলিশ। এ খবর জানার পর আরও কয়েকজন ভুক্তভোগী রানার চাঁদাবাজি ও প্রতারণার বিষয়টি থানাকে জানান।

ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, এ ঘটনায় এসআই আ. সালাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। রিমান্ড চেয়ে শুক্রবার তাকে আদালতে তোলা হবে।

বি.এম খোরশেদ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।