বিরামপুরে আ.লীগ প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২০

দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হতে যাওয়া বিরামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক আক্কাস আলীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. মোসফিকুর রহমান। কমিশনে আ’লীগ প্রার্থীর মনোনয়ন বাতিলেরও আবেদন করা হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও বিরামপুর পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলার হাকিমপুর ডিগ্রি কলেজে দীর্ঘদিন ধরে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রজাতন্ত্রের লাভজনক পদে নিয়োজিত আছেন। প্রজাতন্ত্রের লাভজনক পদে নিয়োজিত থাকা অবস্থায় একজন নাগরিক মেয়র পদে নির্বাচিত হওয়ার জন্য যোগ্য হবেন না। তাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক আক্কাস আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার কর্মস্থল হাকিমপুর ডিগ্রি কলেজ সরকারী গেজেটভুক্ত হয়েছে। কিন্তু আমাদের চাকরি গেজেটভুক্ত হয়নি। যেহেতু চাকরি গেজেটভুক্ত হয়নি সেক্ষেত্রে পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে আমার কোন বাধা নেই। তারপরও রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবেন।

এ ব্যাপারে দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার শাহিনুর রহমান প্রামানিক জানান, বিরামপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের কাছে এসেছে। আগামীকাল মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। সে সময় এই চিঠির অভিযোগের ব্যাপারেও যাচাই-বাছাই করা হবে।

এমদাদুল হক মিলন/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।