দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ল ৬০ মণ ধান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০

পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে দুর্বৃত্তের আগুনে পুড়ল ৬০ মণ ধান। মাড়াইয়ের জন্য ১৩৫ শতক জমির পাকা আমন ধান কেটে রাখা হয়েছিল বাড়ির উঠানে। সেই ধান পুড়ে ছাই হলো আগুনে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের বাঘবাড়ি গ্রামের প্রয়াত বলানন্দ সিংহের বাড়িতে শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ১৩৫ শতক জমির প্রায় ৬০ মণ পাকা আমন ধান কেটে প্রয়াত বলানন্দ সিংহের বাড়ির উঠানে রাখা হয়। শনিবার (১৯ ডিসেম্বর) এ কাটা ধান মাড়াই দেয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে কাটা ধান পুড়িয়ে দেয়।

সকালে মজুররা ধান মাড়াই করতে এসে দেখেন জমাটবদ্ধ করে রাখা কাটা ধানে দাউ দাউ করে আগুন জ্বলছে। তাদের চিৎকারে বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা ছুটে গিয়ে আগুন নেভান। তার আগেই বেশিরভাগ ধান পুড়ে ছাই হয়ে যায়।

বলানন্দ সিংহের পরিবারের সদস‌্যরা জানান, তাদের পরিবারের দুই পুরুষ সদস্য চাকরির কারণে বাড়ির বাইরে থাকেন। পুরুষশূন্য বাড়ি বলে বর্গাচাষি দিয়ে ধান চাষাবাদ করান। জমির ধান কেটে মাড়াই করতে বাড়িতে এনে রাখা হয়েছিল। দুর্বৃত্তরা আগুন দিয়ে সে ধান পুড়িয়ে দিয়েছে। আগুনে প্রায় ৬০ মণ ধান পুড়ে গেছে।

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে থানায় অভিযোগ করার পরামর্শ দেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।