ভয়ভীতি দেখিয়ে লেগুনা থেকে চাঁদা তুলতেন তিনি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লেগুনা থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় মো. জুয়েল রহমান (২৫) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর ৩টায় উপজেলার শিমরাইল এলাকার হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করা লেগুনা থামিয়ে চাঁদা তোলার সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চাঁদাবাজি করে আদায় করা নগদ ২ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।
এদিন সন্ধ্যা ৬টায় র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, সড়কে চাঁদাবাজির বিরুদ্ধে র্যাব ও পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে দীর্ঘদিন ধরে চিটাগাং রোডে চাঁদাবাজি বন্ধ থাকলেও সম্প্রতি একটি চক্র চিটাগাং রোড থেকে রাজধানীর যাত্রাবাড়ী লেনে চলাচলরত লেগুনা থেকে চাঁদা নেয়া শুরু করে। চক্রটি চালক ও হেলপারদের ভয়ভীতি দেখিয়ে প্রত্যেকটি লেগুনা থেকে ১৮০ টাকা করে নিচ্ছিল।
গ্রেফতার জুয়েলের দেয়া তথ্যের বরাত দিয়ে তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে রাশেদ নামে একজনের নেতৃত্বে তারা পরস্পর যোগসাজশে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় চলাচলরত লেগুনা ড্রাইভার ও হেলপারদের কাছ থেকে মারধর ও ক্ষয়ক্ষতির ভয় দেখিয়ে চাঁদা নিত।
গ্রেফতার জুয়েলের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
এস কে শাওন/এসএস/জেআইএম