ফতুল্লায় সেপটিক ট্যাংক বিস্ফোরণ : মামলা করলেন নিহত শিশুর বাবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়ে শিশুসহ দুজন নিহত ও দুজন আহত হওয়ার ঘটনায় বাড়ি মালিক সহোদর সাইদ ও সোলেমানের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে নিহত শিশু জিসানের বাবা মামুন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন।

মামলায় অভিযোগ করা হয়, বাড়ি মালিক সহোদর সাইদ ও সোলেমান রাজউক কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই তিনতলা বাড়ি নির্মাণ করে বাড়ির নিচে সেপটিক ট্যাংক স্থাপন করেছেন। সঠিক ব্যবস্থাপনা না থাকায় ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে দুজনের মৃত্যু ও দুজন আহত হয়েছেন

মামলার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, মামলায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার রামারবাগ এলাকায় সাইদ-সোলেমান সহোদরের তিনতলা বাড়ির নিচতলায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে একই এলাকার মামুনের ছেলে মাদ্রাসাছাত্র জিসান (৯) ও বাড়ির ভাড়াটিয়া পোশাক শ্রমিক রাজ্জাক (৩২) নিহত হন। এ ঘটনায় আহত হন একই এলাকার পিয়ার আলীর ছেলে সাকিব (১০) ও খাইরুলের স্ত্রী সাইদা বেগম (৩৫)।

মো. শাহাদাত হোসেন/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।