ছিনতাইয়ের ২২ দিনেও গ্রেফতার হয়নি কেউ


প্রকাশিত: ১২:৪২ পিএম, ১২ নভেম্বর ২০১৫

ভৈরবে ডিবি পরিচয়ে ৭ লাখ ২৮ হাজার টাকা ছিনতাইয়ের ২২দিন পার হলেও এখন পর্যন্ত পুলিশ মূল অপরাধীদের সনাক্ত করে গ্রেফতার করতে পারেনি।

এর আগে ১৫ অক্টোবর ডিবি পরিচয়ে ভৈরবের জগন্নাথপুর এলাকা থেকে ২লাখ টাকা ছিনতাই হয়। এর ৪ দিন পর ১৯ অক্টোবর আবারও একই এলাকায় এ ধরনের ঘটনায় ৫ লাখ ২১ হাজার টাকা ছিনতাই হয়েছে। এদিন পুলিশ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক নরসিংদী থেকে ছিনতাইকারীদের মাইক্রোবাসটি আটক করলেও মূল অপরাধীরা পালিয়ে যায়। এর দুইদিন পর মাইক্রোবাস মালিক নারায়ণগঞ্জের নিলুফা আক্তার মাইক্রোবাসটির খবর নিতে ভৈরব থানায় আসলে তাকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ গ্রেফতার করে।

এদিকে ঘটনার ২২ দিন পার হলেও এখনও পর্যন্ত পুলিশ ঘটনার রহস্য উদঘাটনসহ মূল অপরাধীদের গ্রেফতার করতে পারেনি।

এ ব্যাপারে কিশোরগঞ্জ পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, ছিনতাইকারীরা ডিবি পরিচয় দিলেও এ জেলার কোনো ডিবি এ অপরাধ করেনি। তবে আমরা ঘটনার তদন্ত করে অপরাধীদের সনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা করছি।

আসাদুজ্জামান ফারুক/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।