রূপগঞ্জে ইটভাটার মালিককে পিটিয়ে আহত


প্রকাশিত: ১১:৩৭ এএম, ১২ নভেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক ইটভাটার মালিককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এদিকে ইটভাটার মালিকপক্ষের লোকজনও প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসাইর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খৈসাইর এলাকার ইটভাটার মালিক সাত্তার আলীর সঙ্গে একই এলাকার সালাউদ্দিনদের পারিবারিক বিষয়াদি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। রাত ১০টার দিকে ওই বিরোধের জের ধরে সালাউদ্দিনসহ তার লোকজন সাত্তার আলীকে এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এতে ক্ষিপ্ত হয়ে সাত্তার আলীর লোকজনও প্রতিপক্ষ সালাউদ্দিনের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় উভয় পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মীর আব্দুল আলীম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।