নীলফামারীতে নারী শ্রমিক গণধর্ষণের শিকার


প্রকাশিত: ১১:১৭ এএম, ১২ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

নীলফামারীতে এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের বাবুরহাটে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে ওই নারী বাদী হয়ে অজ্ঞাত তিন যুবককে আসামি করে নীলফামারী থানায় মামলা দায়ের করেছে।

ওই নারী শ্রমিক জাগো নিউজকে জানায়, বুধবার রাতে ওভার টাইম শেষে বাসায় ফিরছিলেন। এ সময় তার সঙ্গে ইপিজেডের এভারগ্রীন শিল্প কারখানার লাইন লিডার মিলন ছিল। পথে তিনজন বখাটে তাদের পথরোধ করে। এ সময় মিলনকে কিল ঘুষি ও ভয় দেখিয়ে ভাগিয়ে দেয়। এরপর তারা মুখ চেপে ধরে পার্শ্ববর্তী লিচু বাগানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণের পর পালিয়ে যায়। সে সময় তার আত্মচিৎকারে দুই পথচারী এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও নীলফামারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জাগো নিউজকে জানায়, আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

জাহেদুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।