দু’শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে খাবার খাইয়ে বিজয় উল্লাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০

‘সিলেট নগরে দুই টাকায় ইফতার’ নামক ইভেন্টের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া চ্যারিটি অর্গানাইজেশন ‘দ্যা হেল্পিং উইং’ এবার ব্যতিক্রমি আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করেছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তারা আয়োজন করেছিল ‘সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিজয় উল্লাস’ নামক একটি অনুষ্ঠানের।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির উদ্যোগে সিলেট নগরের চৌহাট্টা পয়েন্টে প্রায় দুই শতাধিক অসহায় পথশিশুদের হাতে রান্না করা খাবার তুলে দেয়া হয়। তাদের জন্য রান্নার সব উপকরণ বিনামূল্যে সরবরাহ করে ‘এলিট ফুডমার্ট সিলেট' নামক অনলাইন শপ।

jagonews24

দ্যা হেল্পিং উইংয়ের সিলেট কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা নাফিশ শামস তিয়াসের সঞ্চালনায় আয়োজিত এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।

jagonews24

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, দ্যা হেল্পিং উইংয়ের চেয়ারম্যান রবিউল হাসান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক নাদের আহমেদ চৌধুরী, এলিট ফুডমার্ট সিলেটের সত্ত্বাধিকারী তাসফিয়া হক, রশীদ শাহরিয়ার সামিনসহ দ্যা হেল্পিং উইংয়ের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

jagonews24

এমন উদ্যোগের বিষয়ে জানতে চাইলে সংগঠনটির সিলেট কার্যনির্বাহী কমিটির সহ-সাধারণ তারেকুল ইসলাম বলেন, বিজয় দিবস নিঃসন্দেহে আমাদের জন্য একটা উৎসবের দিন। অথচ বিভিন্ন জাতীয় দিবসে আপনি শহীদ মিনারের আশপাশে অসংখ্য ছেলে-মেয়েকে অসহায়ের মতো ঘুরতে দেখবেন। তাদের কাছে এই দিনের আলাদা কোনো আবেদন নেই। সেই শিশুদেরকে বিশেষ দিনের একটু স্বাদ দিতেই আমাদের এই আয়োজন।

ছামির মাহমুদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।