আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ১৫


প্রকাশিত: ১১:২০ এএম, ১২ জুলাই ২০১৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ৩টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কোটালীপাড়া উপজেলার উত্তরপাড় গ্রামে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতের মধ্যে সুফিয়া বেগম (৬৫), ফরহাজুল সিকদার (৫০), হাসিনা বেগম (৫০), বাচ্চু সিকদার (৫০) ও ইদ্রিস শেখকে (৪৫) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফের সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনি সংঘর্ষের ঘটনা স্বীকার করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ নিয়ে থানায় আসেনি। বিষযটি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে শুনেছি। অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানায়, শুক্রবার তারাবি নামাজ শেষে রাত ১১টার দিকে ওই গ্রামের আর্জেন্টিনার সমর্থক মিজান সিকদার ব্রাজিল সমর্থক ইদ্রিস শেখকে উদ্দেশ করে ৭-০ গোলে হারা নিয়ে কটূক্তি করে নানা মন্তব্য করে। এ নিয়ে দু’জনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হলে মহিলাসহ ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।