ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০

ঠাকুরগাঁওয়ের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়াম্যানের পরিষদ কক্ষে সহযোগীদের নিয়ে জুয়া খেলা আর ইয়াবা সেবনের ভিডিও এখন মোবাইলে মোবাইলে। প্রশাসন বলছে, অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সরকারের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে প্রশাসন, জনপ্রতিনিধিসহ দায়িত্বশীদের ভূমিকা পালন করার কথা বলা হয়েছে।

কিন্তু উল্টো চিত্র ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালামের। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে কথা বললেও সহযোগীদের নিয়ে ইউনিয়ন পরিষদে নিয়মিত জুয়া খেলা ও ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ইউপি চেয়ারম্যান আব্দুস ছালামের পরিষদ কক্ষে সহযোগীদের নিয়ে জুয়া খেলা আর ইয়াবা সেবনের একটি ভিডিও সম্প্রতি ফাঁস হয়েছে। ৫৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান আব্দুস ছালামের অফিস কক্ষে জুয়ার আসর বসেছে। অন্য সহযোগীরা জুয়া খেলছেন। আর অপর এক সহযোগী চেয়ারম্যানকে ইয়াবা সেবনে সহযোগিতা করছেন।

ইয়াবা সেবনের ভিডিওর বিষয়ে জানতে চাইলে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম।

তিনি বলেন, আমাকে ফাঁসাতে আমার প্রতিপক্ষ চক্রান্ত করছে। মাদকের ভিডিওর সত্যতা থাকলে সঙ্গে সঙ্গে পদ থেকে সরে আসার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।

তানভীর হাসান তানু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।