হবিগঞ্জে আইনজীবীদের কর্মবিরতি পালন


প্রকাশিত: ১০:৪৩ এএম, ১২ নভেম্বর ২০১৫

হবিগঞ্জে আইনজীবীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করার প্রতিবাদে বৃহস্পতিবার আইনজীবীরা কর্মবিরতি পালন করেছেন। এতে আদালতের স্বাভাবিক কাজকর্ম বন্ধ রয়েছে। এছাড়া ঘটনার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সভাপতি সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সাবেক সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান, আরিফ চৌধুরী, আলাউদ্দিন তালুকদার, আকবর হোসেন জিতু, ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, সামছু মিয়া চৌধুরী, কামাল আহমেদ, সিরাজুল ইসলাম চৌধুরী, আকল মিয়া, নিলাদ্রী শেখর পুরকায়স্থ, আব্দুল হাই, সুলতান মাহমুদ, জমশেদ মিয়া, রমিজ আলী প্রমুখ।

সভায় জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক এনামুল হকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানো হয়। পরে আইনজীবীরা মিছিল বের করেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে শহরের ইনাতাবাদ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় অ্যাডভোকেট এনামুল হক এনাম (৩৮) ও তার ছোট ভাই শহিদুল হক (২৮) মারাত্মকভাবে আহত হন। এর মাঝে অ্যাডভোকেট এনামুল হক এনামকে প্রথমে সদর আধুনিক হাসপাতাল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে যুবলীগ নেতা এনামুল হক শাহীনের স্ত্রী রুবি বেগম (২৮) ও ভাবী শ্যামলা বেগমকে (৩২)  পুলিশ আটক করে কারাগারে পাঠিয়েছে।

এখলাছুর রহমান খোকন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।