বসতবাড়িতে তৈরি হচ্ছিল ভেজাল প্রসাধনী!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০

রাজশাহীতে বসতবাড়িতেই তৈরি হচ্ছিল মানহীন ভেজাল প্রসাধনী। এরপর বিভিন্ন নামে সেগুলো পৌঁছে যাচ্ছিল রাজশাহী নগরীর বিভিন্ন বিপণি-বিতানে।

সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর উপকণ্ঠ বাঁশ পুকুরিয়া পূর্বপাড়া এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ করে পুলিশ। যার আনুমানিক মূল্য ৮ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।

এ ঘটনায় রুস্তম আলী (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে নগরীর বেলপুকুর থানা পুলিশ।

jagonews24

গ্রেফতার রুস্তম আলী বাঁশ পুকুরিয়া পূর্বপাড়া এলাকার সাদের আলীর ছেলে।

এ কাণ্ডের মূলহোতা নূর মহাম্মদ পলাতক। তিনি একই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে নিজ নিজ বসতবাড়িতে ভেজাল প্রসাধনী তৈরি এবং সরবরাহ করে আসছিলেন তারা।

এই দুজনের নামে রাতে বেশপুকুর থানায় মামলা হয়েছে। মামলার বাদী অভিযানে নেতৃত্ব দেয়া থানার উপপরিদর্শক (এসআই) রনি মিঞা।

jagonews24

তিনি জানান, আসামি রুস্তম আলীর বাড়ি থেকে ৯ হাজার ৮০০ পিস লতা হারবাল স্কিন ব্রাইট ক্রিম, ২০০ পিস গর্জিয়াস হোয়াইটনিং ক্রিম, ১৮০ পিস ডিপ বিউটি হোয়াইটনিং ক্রিম, ২৪০ পিস করে অ্যালোভেরা হোয়াইটনিং ক্রিম, ডিউ হোয়াইটনিং বডি লোশন, গৌরি হোয়াইটনিং বডি লোশন জব্দ করা হয়েছে। এছাড়া জব্দ করা হয় ২৩ কেজি আঠালো মিশ্রণ, এক কেজি গ্লিসারিন এবং বিপুল পরিমাণ বিভিন্ন প্রসাধনীর খালি মোড়ক। যার আনুমানিক মূল্য ৮ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।

এ বিষয়ে আইনত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

ফেরদৌস সিদ্দিকী/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।