ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিলসহ ভুয়া সাংবাদিক আটক


প্রকাশিত: ০৮:১৪ এএম, ১২ নভেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ বোতল ফেনসিডিলসহ হাছান রাজিব (২৮) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার রাত ১২টার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় শিশু মিয়া (৩৪) নামে রাজিবের আরেক সহযোগীকেও আটক করে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ আটকের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বুধবার রাতে সদর মডেল থানা পুলিশের একটি টহল দল রামরাইল বাজারের সামনে একটি মোটরসাইকেলকে থামার সঙ্কেত দেয়। এসময় পুলিশ মোটরসাইকেলে তল্লাশি করতে চাইলে রাজিব নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কর্তব্যরত পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ সুযোগে মোটরসাইকেল থেকে একজন দৌঁড়ে পালিয়ে যান। পরে পুলিশ রাজিব ও শিশু মিয়াকে পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, আটক রাজিবের কাছ থেকে ব্রাহ্মণবড়িয়ার স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।