মাগুরায় লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
গত কয়েকদিন ধরে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে। কুয়াশাচ্ছন্ন থকছে চারপাশ। জেকে বসেছে শীত। শীতের কারণে ব্যস্ত সময় পার করছেন মাগুরার লেপ-তোষকের কারিগররা।
প্রচলিত রীতি অনুযায়ী কার্তিকে শীত শুরু হলেও পৌষ ও মাঘ শীতকাল হিসেবে বিবেচিত হয়। নগরীর বাসিন্দারা শীত নিবারণে ভিড় করছেন লেপ-তোষকের দোকানে। ফলে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।
এ বিষয়ে লেপ-তোষকের কারিগর সুনীল দাস জানান, ক্রেতাদের ভিড় আরও বাড়বে। ক্রেতাদের এ আনাগোনা চলবে পুরো শীতজুড়ে।
শহরের এম আর রোড, জুতা পট্টি রোড ও নতুন বাজার এলাকায় দেখা যায়, সব লেপ-তোষকের দোকানেই রয়েছে কারিগরদের ব্যস্ততা। অর্ডার নেয়া এবং ক্রেতাদের বিভিন্ন রঙ-মানের কাপড় ও তুলা দেখাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা।
এ বিষয়ে এম আর রোডের লেপ-তোষক ব্যবসায়ী রিয়াজুল ইসলাম বলেন, তুলার মান ও পরিমাণের ওপর নির্ভর করে লেপ-তোষক তৈরির খরচ। এ বছর জিনিসপত্রের দাম বাড়ায় লেপ-তোষক তৈরিতে খরচ ২০০-৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। আর একটি লেপ-তোষক বিক্রি করে লাভ হয় ৩০০-৫০০ টাকা লাভ হয়।
জেলা বণিক সমিতির আহ্বায়ক হুমায়ন কবির রাজা জানান, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে লেপ-তোষকের চাহিদাও বেড়েছে। বর্তমানে বিকিকিনি ভালো এবং বাজারে লোক সমাগম রয়েছে।
আরাফাত হোসেন/এএইচ/জেআইএম