চুয়াডাঙ্গা ছাত্রদলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিক এলাহী ও সাধারণ সম্পাদক মোমিন মালিথাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। চুয়াডাঙ্গা ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।
এ সময় দুই দফা দাবি দেওয়া হয়। যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে টাকার বিনিময়ে বিতর্কিতদের দিয়ে ছাত্রদলের চুয়াডাঙ্গা সদর উপজেলা, পৌর ও সরকারি কলেজসহ পাঁচটি ইউনিটের কমিটি গঠন করা হয়েছে বলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।
চুয়াডাঙ্গা সদর উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আশিকুল হক।
লিখিত বক্তব্যে বলা হয়, আগামী তিন দিনের মধ্যে ছাত্রদলের সদ্য ঘোষিত পাঁচটি কমিটি বাতিল করে তৃণমূল ছাত্রদলের মতামতের ভিত্তিতে কমিটি পুনর্গঠন ও জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের অব্যাহতির আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখতে হবে।
এছাড়া কমিটি গঠনের ষড়যন্ত্রে জড়িত থাকায় জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিক এলাহী ও সাধারণ সম্পাদক মোমিন মালিতাকে চুয়াডাঙ্গাতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০১৮ সালের ৫ জুন কেন্দ্রীয় ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১২ সদস্যের একটি কমিটি গঠন করে দেয়। সবার মতামতের ভিত্তিতে বিভিন্ন পর্যায়ের কমিটি গঠনের বিষয়ে কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেয়া হয়।
কিন্তু কেন্দ্র থেকে গঠিত প্রতিনিধি দলের সদস্যরা নানাভাবে প্রভাবিত হয়ে কমিটি গঠনে যোগ্য ও ত্যাগী নেতা–কর্মীদের অবমূল্যায়ন করে অযোগ্যদের নেতৃত্ব দিয়েছে। যা তৃণমূলের কর্মীদের হতাশ করেছে। এভাবে কমিটি গঠন করায় দলের প্রতি অনাস্থা দেখা দিয়েছে।
উদ্দেশ্য চরিতার্থ করতে সুপরিকল্পিতভাবে জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানকে অব্যাহতি দিয়ে সহসভাপতি তৌফিক এলাহীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তৌফিক এলাহী ও মোমিন মালিথা মিলে চুয়াডাঙ্গা জেলায় ছাত্রদলের পাঁচটি কমিটি একতরফা গঠন করেছেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে চুয়াডাঙ্গা জেলায় যেসব ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে, সেসব কমিটির বেশিরভাগ নেতা পদত্যাগ করবেন এবং তৌফিক ও মোমিনকে প্রতিহত করবেন।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ হাসান মালিক, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল বেলাল, রাকিব রায়হান ও হাসানুজ্জামান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ হাসান এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন উপস্থিত ছিলেন।
সালাউদ্দীন কাজল/এফএ/এমএস