ব্রাহ্মণপাড়ায় এবারও স্বতন্ত্র প্রার্থীর কাছে নৌকার পরাজয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:৫৫ এএম, ১১ ডিসেম্বর ২০২০

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা পরাজিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে আওয়ামী লীগ (নৌকা) মনোনীত প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরীকে হারিয়ে বিজয়ী হয়েছেন সদ্যপ্রয়াত উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের ছোট ভাই আলহাজ মোহাম্মদ আবু জাহের।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ভোটের চুড়ান্ত ফলাফলে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু জাহের (আনারস) পেয়েছেন ৪০ হাজার ৫৯০ ভোট। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের (নৌকা) জাহাঙ্গীর খান চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৬৩৯ ভোট।

এছাড়াও লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী শাহ আলম সরকার ২৮০ ভোট, ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীক নিয়ে আল আমিন ১২১ এবং স্বতন্ত্র প্রার্থী আবু সায়েম বাপ্পী পেয়েছেন ৮৭ ভোট।

রাতে জেলা সিনিয়র নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম খান ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রাহ্মণপাড়া উপজেলায় উপনির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন।

এর আগে গত বছরের ৩১ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ৪০ হাজার ৬৭৩ ভোট পেয়ে নৌকার প্রার্থী জাহাঙ্গীর খানকে পরাজিত করেছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান আবু জাহেরের বড় ভাই আবু তাহের।

ওই নির্বাচনে নৌকা পেয়েছিল ২৪ হাজার ৯২৮ ভোট এবং আনারস পেয়েছিল ৪০ হাজার ৬৭৩ ভোট। গত ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের মৃত্যুর পর এ উপজেলায় চেয়ারম্যান পদটি শূন্য হয়।

মো. কামাল উদ্দিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।