প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৭:০২ পিএম, ১০ ডিসেম্বর ২০২০

অডিও শুনুন

‘শেখ হাসিনার অবদান পদ্মা সেতু দৃশ্যমান’ স্লোগানে নড়াইলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকাল ৫টায় জেলা শ্রমিক লীগের উদ্যোগে নড়াইল শহরের চৌরাস্তা থেকে আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

দেশি-বিদেশি ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বিজয়ের মাসে প্রধানমন্ত্রীর দৃঢ় সিদ্ধান্ত ও অসীম সাহসিকতায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ সুসম্পন্ন করায় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এ আনন্দ মিছিল করা হয়।

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আইয়ুব হোসেন উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল-মাশরুর বিল্লাহ নেনু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা মৎস্যজীবী লীগের সভাপতি নড়াইল পৌরসভার মেয়র প্রার্থী মো. সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মেসকাতুল ওয়ায়েজিন লিটু, সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো. তৌহিদুজ্জামান, মো. আব্দুর মান্নান, মো. জাহাঙ্গীর হোসেন, মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবল হোসেন খান, মো. সুলতান শেখ, প্রচার সম্পাদক অসিম কর্মকার, অর্থ সম্পাদক মো. তোরাব আলী, সহ-অর্থ সম্পাদক মো. হাসিবুর রহমান, কার্যকরী সদস্য মো. মিজানুর রহমান সরদার, মো. পটু সরদার, মো. শাহ কামাল, মো. সাহিদুজ্জামান নান্নু প্রমুখ।

হাফিজুল নিলু/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।