কুয়াকাটায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ০৯ ডিসেম্বর ২০২০

পটুয়াখালীর কলাপাড়ায় করোনা মোকাবিলায় হতদরিদ্রদের বিনামূল্যে ফ্রি চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ভবনে এ চিকিৎসাসেবা দেন শেখ হাসিনা সেনানিবাসের সপ্তম পদাতিক ডিভিশনের সদস্যরা।

জীবাণুনাশক টানেল ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে এ চিকিৎসাসেবা দেয়া হয়। এ সময় দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

শেখ হাসিনা সেনানিবাসের ক্যাপ্টেন মোস্তফা সাঈদ জানান, চলমান মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে দুই শতাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ দেয়া হয়েছে।

কাজী সাঈদ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।