নীলফামারীতে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন


প্রকাশিত: ০১:০৬ পিএম, ১১ নভেম্বর ২০১৫

নীলফামারীতে দিনমজুর বিশাদু মাহমুদ (৪৫) হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মাহবুবুল আলম এ রায় দেন। সাক্ষ্য প্রমাণে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নের রনচন্ডি বাজার গ্রামের ইদ্রিস আলীর ছেলে রশিদুল ইসলাম চৌধুরী (৩০), মৃত দবির উদ্দিনের ছেলে সফি চৌধুরী (৫০) ও মাহবুল হোসেনের ছেলে সাজু চৌধুরী (২২)।

অপর খালাসপ্রাপ্ত দুই আসামি দবির উদ্দিনের ছেলে ইদ্রিস আলী চৌধুরী ও রোকনুজ্জামান চৌধুরী।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে বিশাদু মাহমুদ ওই গ্রামের সহির উদ্দিন চৌধুরীর কাছ থেকে ২২ শতক জমি বন্ধকী নিয়ে ফসল আবাদ করতো। কিন্তু বন্ধকী ওই জমি দাবি করে আসামিরা। এ নিয়ে তারা ২০০৮ সালের ১৪ মার্চ সকালে বিশাদুর বন্ধক নেয়া জমির ফসল ক্ষতি করে জোড়পূর্বক দখল করতে যায়। এতে বিশাদু বাধা দিতে গেলে আসামিরা তার উপর হামলা চালিয়ে লাঠি দিয়ে পিটিয়ে ঘটনাস্থলে হত্যা করে। এ ঘটনায় হত্যার শিকার বিশাদুর স্ত্রী হালিমা বেগম ৫ জনকে আসামি করে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত উক্ত রায় প্রদান করেন বলে নিশ্চিত করেন অতিরিক্ত পিপি আজিজুল ইসলাম প্রামাণিক ও আসামিপক্ষে অ্যাডভোকেট মহসিন আলী।                               

জাহিদ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।