তফসিলের আগেই মেয়র প্রার্থীর শোডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৯:২২ এএম, ০৮ ডিসেম্বর ২০২০

নড়াইল পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী আনজুমান আরা কর্মী সমর্থকদের নিয়ে বিশাল নির্বাচনী শোডাউন দিয়েছেন।

সোমবার (৭ডিসেম্বর) বিকেলে নড়াইল পৌরবাসীর ব্যানারে শহরের চরেরঘাট এলাকা থেকে একটি মোটর শোভাযাত্রা নড়াইল পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

মোটর শোভাযাত্রার আগে মেয়র প্রার্থী এক শুভেচ্ছা বক্তব্যে বলেন, তিনি পৌর মেয়র হলে একটি পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরি গড়বেন এবং পৌরবাসীকে প্রকৃত নাগরিক সুবিধা দেবেন।

jagonews24

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সাহা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইফসুফ, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী রওশন আরা কবির লিলি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, জেলা যুবলীগ নেতা খোকন সাহা, জেলা পরিষদ সদস্য নাজনীন সুলতানা রোজি, ইজিবাইক সমিতির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সিকদার মন্জুরুল ইসলাম পান্নু প্রমুখ।

পরে তার পক্ষে ৫ শতাধিক মোটরসাইকেল নড়াইল পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও আসন্ন নড়াইল ও কালিয়া পৌরসভা মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীরা বসে নেই। এ দু’পৌরসভার ময়ের পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ২১ জন। এর মধ্যে নড়াইল পৌরসভায় ১১ জন এবং কালিয়া পৌরসভায় ১০ জন।

jagonews24

প্রার্থীরা সবাই মনোনয়ন পেতে কেন্দ্রে দৌড়ঝাঁপ করছেন। দলীয় প্রার্থীরা শোডাউনের মাধ্যমে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাদের রাজনৈতিক পরিচয়, জীবনবৃত্তান্তসহ আবেদন ফরম জমা দিয়েছেন। ইতোমধ্যে এসব আবেদন কেন্দ্রে পৌঁছে গেছে।

জেলা নির্বাচন অফিসার মো. ওয়ালিউল্লাহ বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে নড়াইল ও কালিয়া পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করা হতে পারে।

হাফিজুল নিলু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।