ফরিদপুরে দুর্বৃত্তদের হামলায় কারারক্ষী আহত


প্রকাশিত: ১২:০৫ পিএম, ১১ নভেম্বর ২০১৫

ফরিদপুর জেলা কারাগারের কারারক্ষী আছাদুজ্জামান দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। বুধবার বেলা পৌনে ২টার দিকে ফরিদপুরের প্রধান ডাকঘর সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

তবে দুর্বৃত্তদের হামলায় আহতের বিষয়টি অস্বীকার করেছেন কারা কর্তৃপক্ষ। তারা বলছেন দুই কারারক্ষী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন।

নির্ভরযোগ্য সূত্র জানায়, বেলা পৌনে ২টার দিকে আদালতে দাপ্তরিক কাজ শেষ করে জেলা কারাগারে ফিরছিলেন আছাদুজ্জামান ও তার সহকর্মী জাহিদুল ইসলাম। কারাগার থেকে ৪শ গজ দূরে ডাকঘরের কাছে তারা পৌঁছলে পেছন থেকে দুর্বৃত্তরা আছাদুজ্জামানের পিঠে আঘাত করে। এতে তার পিঠের ডান পাশে ক্ষত হয়। আঘাতের ধরন দেখে ধারণা করা যায়, ব্লেড বা ধারালো খুর দিয়ে আঘাত করা হয়েছে। পরে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে হামলার বিষয়ে ফরিদপুরের জেলা সুপার আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হামলার কথা স্বীকার করেননি।

বিষয়টি গোপন করারও চেষ্টা ছিল কারা কর্তৃপক্ষের মধ্যে। আহত আছাদুজ্জামানের সঙ্গে আলাপ করা হলে তিনিও হামলার বিষয়টি এড়িয়ে যান।

আছাদুজ্জামান (৪০) নড়াইল জেলার লোহাগড়া’র আব্দুল মালেক বিশ্বাস এর ছেলে। তিনি গত এক বছর ধরে ফরিদপুর জেলা কারাগারে কর্মরত আছেন।

এস.এম. তরুন/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।