বেনাপোলে ৩টি বোমা উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ০৭ ডিসেম্বর ২০২০

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে বোমা তৈরির সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রাম থেকে বোমা তিনটি উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) চম্পা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদ ছিল কয়েকজন দুষ্কৃতকারী বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রামের দক্ষিণপাড়ার একটি বাঁশ বাগানের ভেতর বোমা তৈরি করছেন। পরে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বোমা তিনটি উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা ফেলে দূষ্কৃতকারীরা পালিয়ে যান।

তিনি আরও জানান, কী উদ্দেশ্যে বোমাগুলো তৈরি করা হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। বোমাগুলো থানায় এনে নিস্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

জামাল হোসেন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।