সাত বছরেও জাতীয় পরিচয়পত্র পায়নি শিবগঞ্জের ৮শ নারী


প্রকাশিত: ১০:৫৪ এএম, ১১ নভেম্বর ২০১৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রায় ৮শ নারী ভোটার দীর্ঘ ৭ বছরেও জাতীয় পরিচয়পত্র পাননি।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক রানা জানান, ২০০৮ সালে জাতীয় পরিচয়পত্র দেয়ার লক্ষ্যে ৩নং ওয়ার্ডের ধোবরা গ্রামের প্রায় ৮শ নারী ভোটারের ছবি তোলা হয়। এরপর ওই গ্রামের পুরুষ ভোটাররা পরিচয়পত্র পেলেও একই এলাকার প্রায় ৮শ নারী ভোটার তাদের জাতীয় পরিচয়পত্র পাননি। কিন্তু ভোটার তালিকায় ওইসব নারীদের নাম উল্লেখ রয়েছে।
 
শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়সার মোহাম্মদ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
 
এদিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রায় ৬৩২টি জাতীয় পরিচয়পত্র ৭ বছর পর বুধবার সকালে বিতরণ করা হয়েছে বলে বলে তিনি জানান।

মোহাঃ আব্দুলাহ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।