মানিকগঞ্জে ইউনিলিভার কর্মীর টাকা ছিনতাইয়ের চেষ্টা


প্রকাশিত: ১০:৪১ এএম, ১১ নভেম্বর ২০১৫

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় ইউনিলিভার কোম্পানির ১৯ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘিওর উপজেলার জাবরা খানপাড়া এলাকায় ইউনিলিভার কোম্পানির পরিবেশক পেন্টা ট্রেডিং লিমিটেডের কার্যালয় ও গুদাম। প্রতিদিন সকালে অন্তত ১৪টি পণ্য বিক্রির টাকা ওই কার্যালয় থেকে ব্যাংকে নিয়ে জমা করা হয়।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পরিবেশক মো. ফরহাদ উদ্দিনের ভাই ফরিয়াদ উদ্দিন ব্যাগে ১৯ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দেয়ার জন্য রওনা হন।

বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় তিনি বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় দুই মোটরসাইকেলে তিন ছিনতাইকারী এসে তার ব্যাগ টানাটানি করে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। তা দেখে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুই রাউন্ড ফাঁকা গুলি করে ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার হারুণ অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ চেকপোস্ট বসানোসহ সব রকম চেষ্টা অব্যাহত রয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বি.এম খোরশেদ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।