ডাক্তারের কাছে যাওয়ার সময় লাশ হলেন অর্চনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৫ ডিসেম্বর ২০২০

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া-কালীগঞ্জ সড়কের চতিয়ার ঢাল এলাকায় ট্রাক চাপায় অর্চনা বিশ্বাস (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় ভ্যানচালক শামীম (৩২) ও অপর দুই ভ্যানযাত্রী আহত হন।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চতিয়ার ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অর্চনা বিশ্বাস উপজেলা গেড়ামারা গ্রামের রতন বিশ্বাসের স্ত্রী।

বিজ্ঞাপন

রতন বিশ্বাস জানান, স্ত্রী অর্চনাকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে ভ্যানযোগে আড়পাড়া বাজারে রওনা দিই। ঘটনাস্থলে পৌঁছলে সারবাহী একটি ট্রাক এসে ভ্যানসহ আমার স্ত্রীকে চাপা দেয়।

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরীকুল ইসলাম জানান, নিহত অর্চনা ও তার স্বামী ৫টার দিকে গেড়ামারা গ্রাম থেকে ভ্যানযোগে আড়পাড়া বাজারে আসার পথে চতিয়ার ঢাল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সারবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ভ্যানসহ ওই নারী ট্রাকের নিচে চাপা পড়েন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মো. আরাফাত হোসেন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।