ব্যানার-ফেস্টুনেও প্রতিহিংসা!

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০২ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ফেস্টুন-ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। জিডিটি করেছেন যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ।

সোমবার (৩০ নভেম্বর) তিনি এ জিডি করেন। এর আগে গত ২৯ নভেম্বর রাতে কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফেস্টুন-ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় কলাপাড়া উপজেলা যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়ে ব্যানার-ফেস্টুন টানায়। এসব ব্যানার-ফেস্টুন রাতের আঁধারে ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা।

patuakhali2

এ বিষয়ে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ বলেন, ‘তাকে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষের ইন্ধনে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান-সাধারণ সম্পাদকের ছবিযুক্ত ব্যানার-ফেস্টুন রাতের আঁধারে ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার একটি অভিযোগ আমাদের কাছে করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কাজী সাঈদ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।