ভাতিজার হাতে চাচা খুনের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:৩৭ এএম, ০১ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে সুদের টাকা নিয়ে আবদুল মালেক (৭০) নামে এক ব্যক্তি তার ভাতিজার হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের পূর্ব মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মালেক ওই এলাকার কাশেম আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা মনিরকে আটক করেছে পুলিশ।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ৩ বছর আগে মালেকের ছেলে শরীফ ব্যবসা করতে সুদে এক লাখ টাকা নেন মনিরের কাছ থেকে। প্রতিমাসে সেই টাকার সুদ নিয়ে আসছিল মনির। মঙ্গলবারও (১ ডিসেম্বর) সুদের টাকা দেয়ার তারিখ ছিল। সুদের এই টাকা নিয়ে সোমবার রাতে মালেকের ওপর হামলা করে মনির। পরে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালেককে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, অভিযুক্ত মনিরকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আজিজুল সঞ্চয়/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।