সাত সকালে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর
নড়াইলে সড়ক দুর্ঘটনায় এনামুল শেখ (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার দিকে নড়াইল-যশোর সড়কের ধলগ্রাম এলাকায় ট্রাক-নছিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের বাড়ীভাঙ্গা গ্রামের মৃত নবীর শেখের ছেলে।
নিহতের চাচাতো ভাই ইদ্রিস শেখ জানান, এনামুল পেশায় কাঁচামাল ব্যবসায়ী। যশোর মোকাম থেকে আলু, মরিচসহ বিভিন্ন সবজি নছিমনে করে নড়াইলে এনে কয়েকটি হাট-বাজারে পাইকারি বিক্রি করতেন।
রোববার ভোরে নছিমন নিয়ে যশোরের উদ্দেশ্যে রওয়ানা হন। নড়াইল-যশোর সড়কের ধলগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে এনামুল রাস্তার ওপর ছিটকে পড়েন।
এতে তার মাথা ফেটে রক্তক্ষরণ হয়। তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় নছিমনে থাকা আরও এক কিশোর আহত হন। তবে নছিমন চালক নিহতের চাচাতো ভাই জাহিদুর রহমান সুস্থ আছেন।
স্থানীয় ইউপি সদস্য শারফুজ্জামান বোরাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাফিজুল নিলু/এফএ/এমএস