ফটিকছড়িতে ভূয়া ডাক্তারকে তিনমাসের কারাদণ্ড


প্রকাশিত: ০১:২৬ পিএম, ১০ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. ইসমাঈল হোসেন (আকাশ) নামের এক ভূয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

ডাক্তার না হয়েও ডাক্তার সেজে চিকিৎসা করার অপরাধে ওই ভূয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

এসময় দুই ফার্মেসিকে সিলগালা ও ৪০ হাজার টাকা জরিমান আদায় করা হয়। এছাড়া জনতা ডায়গনাস্টিক সেন্টারকে ২০ হাজার, সেবা ইনভেস্টিগেশন অ্যান্ড নাসিং হোম ও ফটিকছড়ি ক্লিনিককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।  

জীবন মুছা/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।