চট্টগ্রাম বন্দরে ১১ নৌযানকে জরিমানা
চট্টগ্রামে ১১ নৌযানকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের কর্ণফূলী নদীর উভয় তীরে অবৈধভাবে দুই ডকইয়ার্ড পরিচালনাকারী প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়।
মঙ্গলবার বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসকের মিডিয়া ও পাবলিক রিলেশন্স অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব- উল আহসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ দিন ধরে বিনা অনুমতিতে ডকইয়ার্ড পরিচালনা করে লাইটারেজ জাহাজ ও মাছ ধরার নৌযান তৈরির অপরাধে নুসরাত জাহান ডকইয়ার্ড এর মালিক আব্দুল হামিদ ও নূরে মদীনা ডকইয়ার্ড এর মালিক হাজী শেখ আহাম্মদকে এক লাখ টাকা করে জরিমানা করা হয় ।
অনাদায়ে প্রত্যেকের তিন মাসের কারাদণ্ড প্রদানের আদেশ দেয়া হয় এবং অবৈধ ডকইয়ার্ড এক সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া এম ভি উদয়ের পথে-৪, এম ভি আলী হায়দার, এম ভি সী লিংক আনন্দ, এম ভি মোহছেন আউলিয়া, এম ভি আশরাফুল আলম, এম ভি মালেক-১, এম ভি সাউদার্ন স্টার-৫, এম ভি টি এস-১, এম ভি বর্ষণ-৬, এম ভি পি অ্যান্ড টি ও ভলগেট নাদিম নামের বিভিন্ন শ্রেণির নৌযানকে তিন লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় ।
এছাড়া বন্দরের জেটি এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও কার্গো নষ্ট করার অপরাধে আবুল বাহার নামে এক ট্রাক ড্রাইভার কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জীবন মুছা/এসকেডি/আরআইপি