রাজবাড়ীতে ২৩ কে‌জি জে‌লিমি‌শ্রিত চিং‌ড়ি জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৪ নভেম্বর ২০২০

রাজবাড়ী জেলা শহ‌রের মাছ বাজার ও শ্রীপুর বাজা‌রে অ‌ভিযান চা‌লি‌য়ে ২৩ কে‌জি জে‌লিমি‌শ্রিত চি‌ং‌ড়ি জব্দ করা হয়েছে। এ অপরাধে দুই চি‌ং‌ড়ি ব্যবসায়ী‌কে জ‌রিমানা ক‌রে‌ছে জেলা জাতীয় ভোক্তা অ‌ধিকার সং‌রক্ষণ অ‌ধিদফতর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থে‌কে দুপুর পর্যন্ত চলা অ‌ভিযানে এ চিং‌ড়ি মাছ জব্দ করা হয়।

প‌ড়ে ভোক্তা আইনের ৪২ ধারায় চি‌ংড়ি মাছে জে‌লি মেশা‌নোর দা‌য়ে মাছ ব্যবসায়ী সুশীলকে এক হাজার ও রোকনউ‌দ্দিন‌কে ৫০০ টাকা জ‌রিমানা করা হয় এবং জব্দকৃত জে‌লিমি‌শ্রিত চিং‌ড়ি ধ্বংস করা হয়।

Rajbari-1

রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন। তাকে সহযোগিতা করেন জেলা সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক।

এ ধর‌নের অ‌ভিযান অব্যাহত থাক‌বে বলে জানান অধিদফতরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম।

রু‌বেলুর রহমান/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।