কালীগঞ্জে ধর্ষণচেষ্টায় যুবকের কারাদণ্ড
গাজীপুরের কালীগঞ্জে মহসীন মোড়ল (২২) নামে এক ধর্ষণ চেষ্টাকারী যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মহসীন মোড়ল উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা গ্রামের মোস্তফা মোড়লের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, সকালে মহসীন তার প্রতিবেশী এক নবম শ্রেণির শিক্ষার্থীকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহরাওয়ার্দী হোসেন তাকে আটক করে থানায় নিয়ে আসে।
ওই স্কুলছাত্রীর জবানবন্দি অনুযায়ী ধর্ষণ চেষ্টার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লম্পট মহসীনকে দণ্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মেয়েটির বাবা নেই। মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন।
আব্দুর রহমান আরমান/এমজেড/পিআর