ভুল করলেন শিক্ষক, মাশুল দিলেন পরীক্ষার্থী


প্রকাশিত: ০৩:৫৯ এএম, ১০ নভেম্বর ২০১৫
ফাইল ছবি

বান্দরবানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) সৃজনশীলের ৫৪ পরীক্ষার্থী শিক্ষকের ভুলে পরীক্ষা দিলো পুরনো পদ্ধতির প্রশ্নপত্রে। গত রোববার বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পাঁচটি বিদ্যালয়ে ৫৪ জন পরীক্ষার্থী গণিত বিষয়ে পুরনো পদ্ধতিতে পরীক্ষা দিয়েছে।

বিদ্যালয়গুলো হলো, বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রেইছা উচ্চ বিদ্যালয়, বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এবং চিম্বুক জুনিয়র উচ্চ বিদ্যালয়।

পরীক্ষার্থী ও অভিভাবকরা জানান, শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী ২০১৩ সালের পরীক্ষার্থীদের পুরোনো পদ্ধতিতে এবং ২০১৪ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের নতুন সৃজনশীল পদ্ধতির প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের নির্দেশিকা রয়েছে। কিন্তু শিক্ষকদের ভুলে সৃজনশীলের নতুন নিয়মের ৫৪ জন পরীক্ষার্থীর পুরোনো পদ্ধতির প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। আর পরীক্ষার্থীরা বিষয়টি শিক্ষকদের অবগত করলেও শিক্ষকরা বিষয়টি আমলে নেননি বলে অভিযোগ অভিভাবকদের।

বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহমেদ জাগো নিউজকে জানান, ৫৪ জন পরীক্ষার্থী ভুলক্রমে সৃজনশীলের পরিবর্তে পুরোনো পদ্ধতির প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে। বিষয়টি চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।

সৈকত দাশ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।