সাতক্ষীরায় চোরাচালানিদের হামলায় বিজিবি কমান্ডার নিহত


প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৬ নভেম্বর ২০১৪

সাতক্ষীরার সীমান্ত এলাকায় চোরাকারবারিদের হামলায় বিজিবি`র ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকালে ভোমরা সীমান্তে সুবেদার নজরুল এবং সিপাহী বেলাল মোটর সাইকেলে করে টহল দিচ্ছিলেন। এসময় এক বস্তা রসুন ভারতে পাচারের চেষ্টা করে চোরাকারবারিরা।

সুবেদার নজরুল তাদের বাধা দেয় এবং তাদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির একপর্যায়ে পলাশ নামে এক চোরাকারবারির ধাক্কায় মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান তিনি। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পলাশ ও রনি নামে দুই জনকে আটক করেছে বিজিবি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।