রংপুরে নকল ব্যান্ডরোল উদ্ধার, ছাপাখানার মালিকসহ আটক ৩
রংপুরের হারাগাছে বিড়ির প্যাকেটে লাগানোর জন্য ছাপানো প্রায় সোয়া ৫৮ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে পুলিশ। নকল ব্যান্ডরোল ছাপানো ও সরবরাহ করার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- বেসরকারি বিনোদন কেন্দ্র ভিন্ন জগতের ব্যবস্থাপনা পরিচালক এস.এম কামালের ছেলে ও এসকে প্রেস অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক তৌফিক হাসান তপু (৪০), হারাগাছ থানাধীন সিগারেট কোম্পানি এলাকার অটোচালক আতিকুল ইসলাম আতিক ও হারাগাছ পৌর এলাকার বানুপাড়া গ্রামের মমিনুল ইসলাম (৩০)। তাদেরকে বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক এলাকা থেকে আটক করা হয়।
রংপুর মহানগর পুলিশের হারাগাছ থানার এসআই জোতিষ চন্দ্র বর্মণ বলেন, বিড়ির প্যাকেটে লাগানোর জন্য ছাপানো বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল হারাগাছ এলাকায় নিয়ে আসা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মাহিগঞ্জ জোন) আল ইমরান হোসেন স্যারের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে হারাগাছ থানার নিউ সাহেবগঞ্জ এলাকার মজুমদার রহমানের আলুর গোডাউনের সামনে অভিযান চালানো হয়। এ সময় বাটারিচালিত রিকশা থেকে সোয়া ৫৮ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। সিগারেট কোম্পানি এলাকার ওই অটোচালক আতিককে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ব্যান্ডরোল তৈরির ছাপাখানার সন্ধান পায় পুলিশ।
পরে নগরীর সিও বাজার এলাকায় অবস্থিত এসকে প্রেস অ্যান্ড প্যাকেজিং নামে ওই ছাপাখানায় রাতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে নকল ব্যান্ডরোল তৈরির প্লেটসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটক করা হয় ছাপাখানার মালিক তৌফিক হাসান তপুকে। তিনি রংপুর অঞ্চলের সর্ববৃহৎ বেসরকারি বিনোদন উদ্যান কেন্দ্র ভিন্ন জগতের ব্যবস্থাপনা পরিচালক এস.এম কামালের ছেলে। পরে তাকে জিজ্ঞাসাবাদে রংপুর জোনে ছোট ছোট নতুন বিড়ি কারখানা মালিকদের কাছে নকল ব্যান্ডরোল সরবরাহকারী বানুপাড়া গ্রামের মমিনুল ইসলামকে আটক করা হয়। তিনি হারাগাছ পৌর এলাকার বানুপাড়া গ্রামের নুরু মিার ছেলে।
এদিকে এসকে প্রেস অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক তৌফিক হাসান তপু জানিয়েছেন, তাদের মালিকানাধীন ছাপাখানা হারাগাছের বালাটারি রামেগোবিন্দ এলাকার সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম রুবেলকে (৩০) ভাড়া দিয়েছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মাহিগঞ্জ জোন) আল ইমরান হোসেন বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পাচঁজনের নাম উল্লেখ করে মামলা করেছে। আটক এসকে প্রেস অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক তৌফিক হাসান তপুসহ তিনজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকেলে রংপুর আদালতে পাঠানো হয়েছে। এর সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
জিতু কবীর/আরএআর/পিআর