শিশু অপহরণের দায়ে একজনের ১৪ বছরের দণ্ড


প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ০৯ নভেম্বর ২০১৫

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভুতুরদিয়া গ্রামের শিশু লাইজু আক্তারকে (১১) অপহরণের দায়ে আসামি কুদ্দুসকে ১৪ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের দণ্ডাদেশ দেয়া হয়েছে।

সোমবার বিকেলে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক শেখ আবু তাহেব আসইমর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত কুদ্দুস একই এলাকার মৃত আবু বক্করের ছেলে।

ওই আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. আজিবর রহমান মামলার নথির বরাত দিয়ে জানান, ২০০১ সালের ১৬ ডিসেম্বর গভীর রাতে কুদ্দুস তার দলবল নিয়ে ভুতুরদিয়া গ্রামের ওহাব খানের বাড়িতে জানালা দিয়ে প্রবেশ করে। এরপর নগদ অর্থ ও মূল্যবান মালামাল চুরি শেষে ওহাব খানের শিশু কন্যা লাইজুকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ২৫ ডিসেম্বর ওহাব খান বাদী হয়ে কুদ্দুস ও তার ভাই আকতারসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ লাইজুকে উদ্ধার করে।

২০০২ সালের ২৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা দু’ভাইকে অভিযুক্ত করে চার্জশিট দেন। আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযুক্ত আকতারকে খালাস এবং কুদ্দুসকে দোষী সাব্যস্ত করে ওই আদেশ দেন।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।