উজিরপুরে কিশোরকে নির্যাতনের অভিযোগে মামলা
বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ হারতা গ্রামে ভিমরুলের বাসায় ঢিল ছোঁড়ার অভিযোগে এক কিশোরকে দুই দিন কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পুলিশ গিয়ে কিশোর মো. শাহ জালালকে (১৬) উদ্ধার করে। শাহজালাল ওই গ্রামের দিনমজুর মেহের আলী হাওলাদারের ছেলে।
উদ্ধারকৃত শাহ জালাল জানান, শনিবার দুপুরে হারতা দক্ষিণপাড় গ্রামের জয়নাল বেপারীর ছেলে সেলিম বেপারীর বাড়ি সংলগ্ন স্থানের একটি ভিমরুলের বাসায় ঢিল ছোঁড়ে স্থানীয় কয়েকজন কিশোর। এতে সেলিম বেপারীর একটি গরু ভিমরুলের কামড়ে আহত হয়। পরে ওই গরু জবাই করে মাংস বিক্রি করে সেলিম।
শাহজালাল আরো জানান, সেলিম এ বাবদ তার কাছে ২৮ হাজার টাকা দাবি করে। ভয়ে তিনি ১৯ হাজার ৩০০ টাকা দেয়। বাকি টাকার জন্য সেলিম ও তার লোকজন ওই দিন সন্ধ্যায় তাকে (শাহজালাল) ধরে নিয়ে বসতঘরের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে।
শাহ জালালের পিতা মেহের আলী হাওলাদার জানান, দুই দিন ধরে তার ছেলে নিখোঁজ। বিভিন্ন স্থানে খোঁজ করে সন্ধান পাননি শাহজালালের। সোমবার বিকেলে তিনি জানতে পারেন সেলিমের বিল্ডিংয়ের একটি কক্ষে শাহ জালালকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে।
পরে তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে সন্ধ্যায় সেলিমের বসতঘরের (বিল্ডিংয়ের) একটি কক্ষ থেকে কিশোর শাহজালালকে উদ্ধার করে পুলিশ।
উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, শাহ জালালের মা হেনারা বেগম বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন।
তবে পুলিশ আসার খবর পেয়ে সেলিম ও তার পরিবারের লোকজন ঘর তালাবদ্ধ করে আত্মগোপন করেছেন বলে তাদের আটক করা যায়নি। তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
সাইফ আমীন/এআরএ/বিএ