টমটমের ‘ব্যাটারি চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৮ নভেম্বর ২০২০

খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. খোরশেদ আলম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে মানিকছড়ির তিনটহরী বাজারের পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. খোরশেদ আলম ওই গ্রামের মো. আনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানিকছড়ির তিনটহরি বাজারের পূর্ব পাশে মো. জহিরুল ইসলামের বাড়িতে ব্যাটারিচালিত টমটমের ব্যাটারি চার্জ দেয়া হতো। খোরশেদ আলম ঘটনার সময় ব্যাটারি চার্জ দেয়ার ঘরে প্রবেশ করেন। এক পর্যায়ে তিনি বিদ্যুতের মেইন সুইচ অফ না করে ব্যাটারি স্পর্শ করেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে ওই ঘরে ঢুকেছিলেন খোরশেদ।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।