রাজনীতিতে আলোচনার দরজা খোলা থাকতে হবে


প্রকাশিত: ০২:১১ পিএম, ০৯ নভেম্বর ২০১৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, রাজনীতিতে আলোচনার দরজা সব সময় খোলা থাকতে হবে। আলোচনা করতেই হবে, কথা বলতেই হবে। সব দরজা বন্ধ করে রাজনীতি চালানো সম্ভব নয়। আশা করি খালেদা জিয়ার শুভ বুদ্ধির উদয় হবে এবং তিনি গঠনমূলক রাজনীতিতে আসবেন। তবেই আলোচনার পরিবেশ সৃষ্টি হবে।

সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে স্থানীয় সফিউদ্দিন সরকার একাডেমি প্রাঙ্গণে গাজীপুরের প্রয়াত সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৬৫তম জম্মদিন উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দুই দেশ যখন যুদ্ধ করে। যুদ্ধের সময় আলোচনা হয় না। তারা আবার সন্ধি করে। আশা করি খালেদা জিয়া এ বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।

মন্ত্রী আরো বলেন, আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সাধারণ নির্বাচন চাই। আগামী নির্বাচন হবে। সে নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা করেন মন্ত্রী।

টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান প্রমুখ।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।