রাজস্ব আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ২০


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৯ নভেম্বর ২০১৫

সিলেটের জাফলংয়ে সরকারি রাজস্ব আদায়কে কেন্দ্র করে ইজারাদার ও ট্রাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার পাথর কোয়ারির বাসকল এলাকার গুচ্ছগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, তামাবিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ময়দর আহমদ, গোয়াইনঘাট থানার এএসআই রফিক, ইজারাদার প্রতিষ্ঠানের সুহেল, নিকসন, আতিউল­াহ, নিরাপত্তারক্ষী আল আমিন, ট্রাকচালক শ্রমিক সংগঠনের নেতা মো. মাহিন ও মাইনুদ্দিনসহ অন্তত ২০ জন আহত হন।

সংঘর্ষের পর দুপুর ২টা থেকে জাফলংয়ের গুচ্ছগ্রাম এলাকায় সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। সোমবার রাত সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিলো। ফলে সহস্রাধিক পাথর ও বালু ভর্তি ট্রাক জাফলংয়ে আটকা পড়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী-সাধারণসহ পর্যটকরা।

এ ব্যাপারে ইজারদার বশির মিয়া জানান, সরকার কর্তৃক নির্ধারিত রাজস্ব জমা দিয়ে বৈধভাবে ইজারা নিয়েছি। কিন্তু ট্রাক সংগঠনের শ্রমিকরা ইজারা প্রদান করতে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করছে এবং টোল আদায়ের ঘরে হামলা চালিয়ে ৪/৫ জনকে আহত করেছে।

অন্যদিকে, ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের জাফলং শাখার সাধারণ সম্পাদক ইয়াছিন আলী জানান, দীর্ঘদিন ধরে এক টাকা ৯৬ পয়সা হারে রাজস্ব প্রদান করে আসছি। হঠাৎ করে তারা চার টাকা ৮০ পয়সা বৃদ্ধি করেছে। আমারা বৃদ্ধিকৃত রয়েলিটি দিতে অনিচ্ছুক। এছাড়া ইজারাদাররা হামলা চালিয়ে আমাদের ১০ জন শ্রমিক আহত করেছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার সংঘর্ষ ও মহাসড়ক অবরোধের কথা স্বীকার করে জাগো নিউজকে জানান, বিষয়টি নিষ্পত্তি করতে সমঝোতা বৈঠক চলছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।