করোনায় ঢাকায় শয্যাশায়ী অথচ পাবনার নির্বাচনী মিছিলে হামলার আসামি!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:২৬ এএম, ১৭ নভেম্বর ২০২০

আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে পাবনার বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী। কিন্তু তাকে স্বতন্ত্র প্রার্থীও হতে দিতে চান না তার প্রতিপক্ষ। এজন্য করোনাক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকলেও আফজাল হোসেনকে বেড়ায় আওয়ামী প্রার্থীর মিছিলে হামলা মামলার আসামি করা হয়েছে। এ অভিযোগ আওয়ামী লীগ নেতা আফজাল হোসেনের। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বেড়া বাসস্ট্যান্ডে পাবনার বেড়া উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত রেজাউল হক বাবুর নির্বাচনী শোডাউনের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। তার গাড়ি বহরের ২৫-৩০টি গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বিভিন্ন গাড়িতে থাকা তার ১৫-১৬ জন সমর্থক আহত হন। রেজাউল হক বাবু অভিযোগ করেছেন, তার প্রতিপক্ষ গ্রুপের লোকজন এ হামলা চালিয়েছেন।

এ ঘটনায় রেজাউল হক বাবুর সমর্থক বেড়ার সানিলা গ্রামের আব্দুল মজিদ মোল্লার ছেলে ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাদী হয়ে রোববার (১৫ নভেম্বর) সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মামলার বাদী সাঁথিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিলসহ আওয়ামী লীগ ও যুবলীগের ৩৮ জন নামীয় ও অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করেছেন। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি (মামলা নম্বর ১৫) রোববার দায়ের করা হয়। এ মামলায় ৩৮ নম্বর আসামি বেড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গুপিন্দা গ্রামের মৃত নিফাজ উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৫৫)।

আফজাল হোসেন বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

আফজাল হোসেন সোমবার (১৬ নভেম্বর) রাতে ফোনে জাগো নিউজকে বলেন, ‘তিনি করোনায় আক্রান্ত হয়ে গত দু’সপ্তাহ ধরে ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি ছিলেন। স্বাস্থ্যগত কিছুটা উন্নতি হওয়ায় কয়েক দিন হলো ঢাকায় তার বাসায় চিকিৎসা নিচ্ছেন। কিন্তু অক্সিজেন মাস্ক ছাড়া বেশিক্ষণ শ্বাসও নিতে পারছেন না। গ্রামের বাড়ি এসে জনসংযোগ করা দূরের কথা তিনি হাঁটার শক্তি এখনো পুরোপুরি ফিরে পাননি।’

তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল হক বাবুর লোকজন হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছেন। তাকে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলার আসামি করার মাধ্যমেই তা প্রমাণিত হয়েছে। তার গাড়ি বহরে হামলাও সাজানো নাটক হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

মামলার বাদী জাহিদুল ইসলাম জানান, হামলার ঘটনাটি রাতে অনেকে মিলে ঘটিয়েছেন। তাই হামলায় কারা জড়িত ছিলেন তা তিনি একা বলতে পারবেন না। তিনি জানান, বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলাল (এ বিষয়ে) ভালো বলতে পারবেন।

এ বিষয়ে বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলালের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদেরকেই আসামি করা করা হয়েছে।

আফজাল হোসেনের সমর্থক কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী জানান, আফজাল হোসেনের জনপ্রিয়তায় ভীত হয়েই তার বিরুদ্ধে অসত্য মামলা করে প্রতিপক্ষ ধরা খেয়েছেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, তিনি ইতোমধ্যে জানতে পেরেছেন, আফজাল হোসেন করোনা আক্রান্ত হয়ে এখন বাড়িতেই চিকিৎসাধীন। বিষয়টি পুরাপুরি তদন্ত করে দেখা হেচ্ছে। এই মামলার আসামি অথচ যারা ঘটনাস্থলে ছিলেন না বা চিকিৎসাধীন রয়েছেন তার প্রমাণ পাওয়া গেলে সেভাবেই চার্জশিট দাখিল করা করা হবে। আইন তার নিজের গতিতে চলবে বলে তিনি জানান।

উল্লেখ্য, পাবনার বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের করোনা আক্রান্ত হয়ে গত ১০ সেপ্টেম্বর মারা যান। এ কারণে এ উপজেলায় আগামী ১০ ডিসেম্বর চেয়ারমান পদে ভোট অনুষ্ঠিত হবে।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।