মাগুরায় দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৯ নভেম্বর ২০১৫

মাগুরায় রাশিদা বেগম (৪৫) ও খাদিজা বেগম (৪৭) নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর ঢাকা রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাশিদা বেগম মাগুরার শ্রীপুর উপজেলার বড়ালীদহ গ্রামের মৃত আহমদ শেখের স্ত্রী এবং খাদিজা বেগম যশোর জেলার কোসমত নওয়াপাড়া গ্রামের মো. রাজ্জাক সর্দ্দারের স্ত্রী।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, দীর্ঘ দিন ধরে তারা মাগুরায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

মাগুরা জেলা ডিবির ওসি ইমাউল হক জাগো নিউজকে বলেন, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাশিদা বেগম ও খাদিজা বেগমকে শহরতলীর ঢাকা রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের শরীরের বিভিন্ন জায়গায় সু-কৌশলে লুকিয়ে রাখা ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আরাফাত হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।