আজও ডুবোচরে আটকা পড়েছে ঢাকাগামী লঞ্চ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১৪ নভেম্বর ২০২০

ঢাকাগামী ডাবল ডেকার এম ভি সুন্দরবন-১৪ ডুবোচরে আটকা পড়েছে। শনিবার (১৪ নভেম্বর) পটুয়াখালীর কারখানা নদীতে এ ঘটনা ঘটে।

সুন্দরবন-১৪ লঞ্চের যাত্রী এনামুল রহমান বলেন, সন্ধ্যা সোয়া ৬টায় পটুয়াখালী টার্মিনাল থেকে যাত্রী নিয়ে লঞ্চটি ঘাট ত্যাগ করে। রাত ৭টা ৩৫ মিনিটে বগা ঘাট ত্যাগ করে চরগৌরব্দী লঞ্চঘাট পৌঁছায়। চরগৌরব্দী ঘাট ত্যাগ করে ঘোরার সময় ৭টা ৪৫ মিনিটে নদীতে পানি কম থাকায় কারখানা নদীর ডুবোচরে আটকা পড়ে।

সুন্দরবন-৯ লঞ্চের সুপারভাইজার মো. ইউনুস বলেন, নদীতে পানি কম থাকায় ডুবোচরে আটকা পড়েছিল। বর্তমানে লঞ্চ চালু রয়েছে। জোয়ার আসামাত্র লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাব।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।