ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১৩ নভেম্বর ২০২০
ফাইল ছবি

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ভাঙ্গা-রাজশাহী রেলপথের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাংগাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ভুবুকদিয়া-কৃষ্ণপুর সড়কের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, নিহত দুইজন ধান মাড়াই শ্রমিক। তারা ধান মাড়াইয়ের যন্ত্র নিয়ে ভুবুকদিয়া থেকে শ্রীরামদিয়া গ্রামে যাওয়ার পথে ভাঙ্গা থেকে রাজশাহীগামী মধুমতি আন্তঃনগর ট্রেনটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামের ওয়াজেদ মোল্লার ছেলে ওহেদ মোল্লা (৪০) ও একই ইউনিয়নের পোড়াদিয়া গ্রামের শাহেদ আলীর ছেলে লিটন মোল্লা (৩০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, পাশাপাশি গ্রামের দুই যুবক ওহেদ ও লিটন ধান মাড়াইয়ের কাজ করেন। তারা ধান মাড়াইয়ের যন্ত্র নিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় মধুমতি ট্রেনটি তাদের চাপা দেয়।

ফরিদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুদ রানা বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য রাজবাড়ী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। যে রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটেছে সেটি রেলওয়ে কর্তৃক স্বীকৃত কোনো ক্রসিং নয়।

বি কে সিকদার সজল/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।