ধর্ষণে বাধা দেয়ায় প্রতিবন্ধীকে ছুরিকাঘাতে হত্যা


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ০৯ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

ব্রাহ্মবাড়িয়ার নাসিরনগরে ধর্ষণে বাধা দেয়ায় শহীদ মিয়া (৪৫) নামে এক বাক-প্রতিবন্ধীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শহীদ মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বাসিন্দা। তিনি গত ৯ বছর ধরে নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে এক সুইপারের বাড়িতে থাকতেন।

পুলিশ জানায়, রোববার ফান্দাউক গ্রামের বাবুল মিয়া ওরফে সুইপার বাবুল নাসিরনগর উপজেলা সদরে তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে রাত সাড়ে ১০টার দিকে নাসিরনগরের পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মরাকুইর গ্রামের কয়েকজন দুর্বৃত্ত বাবুল মিয়ার দুই মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শহীদ মিয়া তাদের বাধা দিলে দুর্বৃত্তরা শহীদ মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে শহীদ মিয়ার মৃত্যু হয়।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।