সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১০:২৫ এএম, ১৩ নভেম্বর ২০২০

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোর চারটার দিকে জেলা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মোহাম্মদ আলীর মেজ ছেলে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তার নামাজের জানাজা হ্নীলা দরগাহ সিঅ্যান্ডবি মাঠে অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে টেকনাফের হ্নীলার বাড়িতে গুরুতর অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে ভর্তির আগেই মারা যান মোহাম্মদ আলী।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলী ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ৩ ছেলে ও ১ মেয়ের জনক।

রাজনৈতিক অঙ্গনে মোহাম্মদ আলী একজন সৎ ও নির্লোভ নেতা হিসেবে প্রশংসিত ছিলেন। বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।

সায়ীদ আলমগীর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।